সংবাদসংস্থা মুম্বই: 

৫০ কোটির 'বিয়ে'?

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। ৪ ডিসেম্বর সাত পারে বাঁধা পড়তে চলেছেন নাগা ও শোভিতা ধুলিপালা। আক্কেনেনি পরিবারের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে তাঁদের বিয়ের আসর। তবে এই সমস্ত কিছু নিয়ে মুখে কুপুল এঁটেছেন নাগা-শোভিতা। নাগার্জুনের ইচ্ছে অনুযায়ী ছেলে-বৌমার বিয়ে ডকুমেন্টেড থাকবে ওটিটি প্ল্যাটফর্মে। শোনা
গিয়েছিল, নাগার্জুন আক্কিনেনি কথা বলে রেখেছিলেন একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে। সেই তালিকায় ছিল নেটফ্লিক্সও। বিয়ের সমস্ত মুহূর্তকে চিরকাল ধরে রাখতে ও অনুরাগীদেরও তাঁদের বিয়ের সাক্ষী করতে এই উদ্যোগ নিচ্ছেন নাগার্জুন। এবারে শোনা যাচ্ছে, ৫০ কোটি টাকায় নাকি শেষমেশ নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে নাগা-শোভিতার বিয়ের স্বত্ব!

 

বিয়ের জন্যেই অভিনয়ের কেরিয়ার খতম?

একসময় প্রিয়দর্শনের একাধিক ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রী অদিতি গোভিতরিকরকে। এছাড়াও বলিউডের অন্যান্য কিছু ছবিতেও দেখা যেত তাঁকে। অভিনয় ছাড়াও একসময় চুটিয়ে মডেলিং করেছেন তিনি। তবে তাই বলে একেবারে ছেড়ে দেননি তাঁর চিকিৎসকের পেশাকে। মডেলিংয়ের মাধ্যমেই বলিপাড়ায় পা রেখেছিলেন তিনি। তবে বলিউডের দরজা পেরোনোর আগেই বিয়ে হয়ে গিয়েছিল তাঁর।
 সম্প্রতি, এক সাক্ষাৎকারে অদিতি জানালেন, বিদেশে শুটিং সেরে আসার পরেও একাধিক ছবি থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল। তবে বিবাহিত হওয়ার কারণেই নায়িকার চরিত্র থেকে তাঁকে হঠিয়ে দেওয়া হয়েছিল, এমনটি নয় কিন্তু। তিনি আরও জানান, সেই সময় বড়পর্দায় অভিনয়ের থেকে মডেলিংকেই কেরিয়ার করার বিষয়ে বেশি আগ্রহী ছিলেন তিনি। তবে এখন তিনি ফের জমিয়ে অভিনয় করতে চান। বিশেষ করে ওটিটি দুনিয়ায় যেভাবে অভিনয়ের সুযোগ বাড়ছে, সেখানে তিনি মানিয়ে নিতে পারবেন বলেই তাঁর বিশ্বাস। বর্তমানে ডিজনি+হটস্টার-এর জনপ্রিয় সিরিজ 'মিসম্যাচড'-এর তৃতীয় সিজনেও দেখা যাবে তাঁকে।

 

প্রজ্ঞার সঙ্গেই প্রেমের ফাঁদে শুভমন?

একাধিক বলি-অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের। জড়িয়েছিল তেন্ডুলকর-কন্যা সারার সঙ্গে তাঁর নামও। এবার যেমন বলি-অভিনেত্রী প্রজ্ঞা জয় সওয়াল। সত্যিই কি বিয়ে করবেন তাঁরা? এক সাক্ষাৎকারে প্রজ্ঞা জানান তিনি পুরোপুরি 'সিঙ্গল'। তবে কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়াতে আপত্তি নেই তাঁর, যদি সেই মানুষটি ভদ্র-নম্র হয় এবং তাঁর সঙ্গে নিজের মনোভাব, ভাললাগার মিল হয়, তাহলে কেন নয়?